Friday 6 September 2013

অসমাপ্ত কবিতা(কবিতা)


এই ছোট্ট জীবনে কোন কিছুই শেষ করতে পারিনি - চাইবার মত করে,
শুরুতে যাহা ছিলো আপন, ঘোর ভাঙ্গিলে দেখি তাহা নয় মোর,
মিছেমিছি আমিই বেধে রেখেছি আমারে ।
তবে কি মিথ্যে বাঁধনের লাগি, দিয়াছি সবি আমি উজার করে?
সত্যি কি আজ আর আমার বলে কিছু নেই  আমাতে ?

মনে হচ্ছে অসীম শুন্যতায় আমি, একলা...
কিছু স্মৃতি আর একখানি মুখ ছাড়া আমার আর সম্বল বলে কিছু নেই
বন্ধু, তুমি কি জানো সেই মুখখানি কার ?
কার সেই স্মৃতি, যা আমায় কখনো কখনো এই অসীম শূন্যতার মাঝেও একটু সুখ এনে দেয়?
জানো বই কি,
সে যে তুমি তা কি পুনোরায় বলে দিতে হবে?
জানি, তার আর দরকার নেই...

কোন একদিন স্মৃতিটুকুও হয়তো মুছে যাবে,
পড়ে রবে কাগজের স্তুপে – কাব্যে, ছেড়া পাতায়...
মুছে যাব আমি নিজেও...
সেদিন হয়তো দূর হতে দেখব,
আসলে আমার জীবনটিই লিখা ছিলো অসমাপ্ত কবিতায় ।