Sunday 24 November 2013

এই আমি...



আজ সৃষ্টিগুলি থমকে গেছে, অবাক তাকিয়ে-
আমি সত্যিটাকে ভ্রান্তিভেবে দিচ্ছি উড়িয়ে।
হাওয়ায় উড়ে আসছে ফিরে স্বপ্ন ভাঙ্গার গান,
মিথ্যেটাকে সত্যি ভেবে বাড়ছে অভিমান।

আজ,
না-চাওয়াটাই হচ্ছে পূরণ,
চলছে সবাই যে যার মতন!
আমিই আছি ছিলাম যেমন, সেথায় দাঁড়িয়ে।
সত্যি বুঝি সবকিছু মোর যাচ্ছে হারিয়ে।
 

*********************************************
সবকিছুই নিজের মতকরে চলছে, কিন্তু নিজেকে সবার সাথে তাল মিলিয়ে নিতে পারছি না। অপ্রিয় মূহুর্ত গুলো যখন বর্তমান ছিলো তখন সেগুলোকে মিথ্যে স্বপ্ন ভেবে নিজেকে বুঝিয়েছি ধুর, ভয়ের কিছু নেই একসময় সব ঠিক হয়ে যাবে...কিন্তু পরে ঠিকই বুঝেছি সত্যিই সেটা আর নেই।

No comments:

Post a Comment