Friday 11 January 2013

"বাসন্তী কোকিল" (কবিতা)

এ মধু লগনে,           বসন্তের-ও ক্ষণে,
   এসেছ কোকিল মম হৃদয় কাননে।
কাড়িয়াছ ব্যাথা,         সেকি মধুরতা-
   জানায়েছ তুমি হবে মোর সখা।
একি ব্যাকুলতা?
নাকি,
   মরিচীকা!

ক্ষণে ক্ষণে.........
   গোপনে, আলাপনে।
   ছড়ায়েছ বিষমৃত মম হৃদয় গগনে।
   ভূলেছিযে আমি, বন্ধুত্বের লাগি
   দিয়াছি হৃদয়ের নিগূঢ় সুখ ঢালি।
রাখিনিতো মম লাগি,
         এতটুকু অবশেষ!

বসন্তের শেষ দিনে,
           জানিনু আলাপনে-
এসেছিলে কোকিল,
           মধু লভিতে এ কাননে।
শুন্য হৃদয়ে, মিনতি সিক্ত নয়নে
           চাহিয়াছি.....
ঐ যে, ঐ দূরে ছুটিছো তুমি।
            নতুনের আহবানে।
এসেছিলে কোকিল তুমি,
            বসন্তের ক্ষণে।
 ****************************************************************************************************************
কতক বন্ধুর দেখা পেয়েছি, যারা শুধু বসন্তেই আসে! আবার বসন্ত শেষে নিজে থেকেই চলে যায়। এই কবিতা তাদেরকে উৎসর্গ করলাম।

No comments:

Post a Comment