Friday 11 January 2013

"শুন্য নীলিমা" (কবিতা)

বাদলা দিন। অপরাহ্ণে,
এক পশলা বৃষ্টির সমাপ্তিতে।
মনের অগভীরের আলোর ছটা রঙ হয়ে
ফুটেছিল পূর্ব দিগন্তে।
          রামধনু!
সাত সাতটি রঙ যেন সাতটি অচেনা রূপ।
জানা হয়নি এ-জনমে।
কি অপূর্ব সমাবেশে, একাকার মিশে,
রহিয়াছে পড়ে নিস্তব্ধ আকাশের বুকে।
এযেন প্রিয়ার চুলে যুক্ত কেশকাটা।
অসীমত্বে সসীম প্রতিমা।
যত চাহি, কি যেন এক মায়াবী-
সুর, কাছে টানে মম।
এক অদৃশ্য বাঁধন!
যারে দেখিনি কখনো।
তবু কি যেন-
      এক নেশা জাগে ক্ষীণ।
তাহাতে,
      ভয় কিবা আশা রহিয়াছে লেপ্টানো।
তবুতো জপেছি, তুমি মম তুমি মম।
                  কেনো?
গোধূলি ক্ষণ,
চারিদিকে একি শুনি হাহাকার ধ্বণি!
সাত রঙ ধীরে,
                লুকায়িতেছে নিজেরে।
বাঁধন কি গিয়াছে উবে?
                অন্তরালে......
অস্পর্শী এক কাতরতায়-
                শুন্য নীলিমায়?
 ****************************************************************************************************************
উৎসর্গঃ শুভ্র ব্যক্তিতের অধিকারিণী আমার প্রিয় বন্ধুকে। যার মত শুভ্র ব্যক্তিত্ব আমি আগে দেখিনি।

No comments:

Post a Comment